• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দায়িত্ববোধ থেকেই দলের জন্য কাজ করেন মাহমুদউল্লাহ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৩:০৬ পিএম
দায়িত্ববোধ থেকেই দলের জন্য কাজ করেন মাহমুদউল্লাহ 

দল যখন বিপর্যয়ে ঠিক তখনই দলের ত্রানকর্তা হিসেবে সামনে চলে আসেন তিনি। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে অনেক ম্যাচ জয়ের নায়ক টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ তার নামটা যেন 🌳সবসময় থাকে আড়ালেই। ম্যাচে চাপ থাকলেও সবসময় নিজের সেরাটা♔ দিতে চান টাইগার ক্যাপ্টেন। 

দলে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটে বলে অবদান রাখতে হয় তাকে। অথচ এগুলোতে কোনো ধরনের একঘেমেয়েমি কাজ করে তার মধ্যে। তাই সবসময় নিজের দায়িত্ববোধ থেকে কাজ করে যেতে চান, দেশের এক ღক্রিকেট জার্নালকে দেওয়া স্বাক্ষাতকারে এমনটাই জানান রিয়াদ।  

টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘একঘেয়েমির কিছু নেই, এটা আমার দায়িতℱ্ব। এটার জন্য আমাকে পারিশ্রমিক দেওয়া হয়। পেশাদারিত্ব বলুন বা দায়িত্ববোধ থেকেই এই কাজ সবসময় করতে চাই। আমার পারফরম্যান্স যেন ধারাবাহিক রাখতে পারি।&🃏rsquo;

চ্যালেঞ্জ নিয়ে দলে সবসময়ꦦ অবদান রাখতে 𓃲চান রিয়াদ। বলেন, ‘দায়িত্বটা আমি ইতিবাচকভাবেই নেই। এই চ্যালেঞ্জটা নিতেও পছন্দ করি। যখন ব্যাটিং করি তখন এই ব্যাপার মাথায় আসে না, ব্যাটসম্যান হিসেবেই চিন্তা করি দলের পক্ষে কতটা অবদান রাখতে পারছি। দলের জয়ে অবদান রাখার মত ভালো কিছু হতে পারে না।’

দলের প্রয়োজন আর বিপক্ষ দলের দুর্বলতা নিয়ে মাঠে ভাবনাগুলোর প্রতিফলন করতে হয় অধিনায়ককেই। তাই সকলের সঙ্গে আলোচনা করেই সিদ্বান্ত নেন তিনি। এই বিষয়ে বলেন, ‘অধিনায়ক🎐 হিসেবে অনেক পরিকল্পনা থাকে, অনেক ভাবনাই মনে ঘুরে। টিম ম্যানেজমেন্টের সঙ্গেও এই ভাবনাগুলো শেয়ার করি। দলের প্রয়োজন আর ঘাটতি ⛎কী আছে তা খুঁজে বের করা এবং তা পরিপূর্ণ করতে কী করতে হবে… এই জিনিসগুলো নিয়ে ভাবনা থাকে। চেষ্টা করি প্রক্রিয়া ঠিক রেখে যেন দুর্বলতা বের করে পূর্ণতা আনতে পারি।’

নিজের দায়িত্বের প্রতি কোন ধরণের অবহেলা না করে শতভাগ সৎ থাকার চেষ্টা করেন টাইগার অধিনায়ক। বলেন, ‘🙈আমি আমার দায়িত্বের প্রতি শতভাগ সৎ থেকে কাজ করার চেষ্টা করি। আমি কতটুকু ভালো করছি বা না করছি এটা আমার দল ও সতীর্থরা ভালো বলতে পারবে। সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। উন্নতির গ্রাফ যদি ওপরে রাখতে চাই তাহলে আমাদের উন্নতিটাও নিয়মিত করতে হবে।’

Link copied!